নিজস্ব প্রতিবেদন :  মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতেছিলেন ২০১৮ সালে। আর ২০১৯ সালে মরশুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন জাপানের নাওমি ওসাকা। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জাপানের ২১ বছর বয়সী টেনিস তারকা। এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জয় ওসাকার।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার মহিলাদের সিঙ্গলসে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মুখোমুখি হয়েছিলেন জাপানের পেত্রা কেভিতোভা। হাড্ডাহাড্ডি লড়াইয়েরক পর প্রথম সেট টাইব্রেকারে জিতে নেন ওসাকা। দ্বিতীয় সেট লড়াই করেও উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার কাছে টাইব্রেকারে হেরে যান তিনি। কিন্তু তিন নম্বর সেটে ফের বাজিমাত করেন জাপানি টেনিস তারকা। খেলার ফল ওসাকার পক্ষে ৭-৬, ৫-৭, ৬-৪।



চার মাসের ব্যবধানে পর পর দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতে সিমোনা হালেপকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেনিস তারকা এখন জাপানের নাওমি ওসাকা। সেই সঙ্গে এশিয়ার প্রথম টেনিস তারকা হিসেবে এক নম্বর টেনিস তারকা হলেন ওসাকাই।      


আরও পড়ুন - নাদাল বনাম জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে মহারণের অপেক্ষায় টেনিস বিশ্ব