নাদাল বনাম জোকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে মহারণের অপেক্ষায় টেনিস বিশ্ব
ইতিহাসের পুনরাবৃত্তি। সাত বছর পর ফের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্পেন বনাম সার্বিয়া। ম্যাচ হবে রাফায়াল নাদাল ও নোভাক জোকোভিচের মধ্যে।
নিজস্ব প্রতিবেদন: ইতিহাসের পুনরাবৃত্তি। সাত বছর পর ফের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্পেন বনাম সার্বিয়া। ম্যাচ হবে রাফায়াল নাদাল ও নোভাক জোকোভিচের মধ্যে।
আরও পড়ুন- বড় ম্যাচে বড় উদ্যোগ বাগানের: একশো অনাথ রবিবার ডার্বি দেখবে যুবভারতীতে
২০১২-এ এই ডান হাতি বনাম বাঁ হাতি লড়াইয়ে জিতেছিলেন জোকোভিচই। রাফা হেরেছিলেন ৫-৭, ৬-৪, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ সেটে। ওই ম্যাচটি চলেছিল ৫ ঘণ্টা ৫৩ মিনিট। যা অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের দীর্ঘতম ম্যাচগুলোর মধ্যে অন্যতম একটি। এবারও তেমনই একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে টেনিস প্রেমাীরা।
আরও পড়ুন- ডার্বিতে সোনিদের আটকাতে তৈরি জনি, ফুটবলারদের ফোকাস ঠিক রাখতেই ক্লোজড-ডোর অনুশীলন ইস্টবেঙ্গলের
(২০১২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর ট্রফি হাতে জোকোভিচ)
‘গ্রিক বিস্ময়’ স্তোফানোস চিচিপাসকে হারিয়ে আগেই ফাইনালের পথ প্রশস্ত করেছিলেন রাফায়েল নাদাল। এবার ফরাসি টেনিস তারকা লুকাস পাওলিকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৬ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন পাওলিকে হারাতে তিনি সময় নিলেন মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিট। খেলার ফল- ৬-০, ৬-২, ৬-২। শনিবার রড লেভার এরিনায় মুখোমুখি হবেন রাফায়াল নাদাল ও নোভাক জোকোভিচ।