নিজস্ব প্রতিবেদন : বিতর্ক উড়িয়ে স্বপ্নের জয়। ছেলেবেলার আদর্শ সেরেনা উইলিয়ামসকে হারিয়েই ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন জাপানের নাওমি ওসাকা। মাত্র ৭৯ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৪ সেটে ৩৬ বছর বয়সী সেরেনাকে হারিয়ে দিলেন ২০ বছর বয়সী ওসাকা। তিনিই প্রথম জাপানি মহিলা টেনিস খেলোয়াড় যিনি কোনও গ্র্যান্ডস্লাম জিতলেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্লামটি জেতা হল না সেরেনার। শনিবার নাওমিকে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন তিনি। কিন্তু ফাইনালে সেরেনা এবং চেয়ার আম্পায়ারের বাগবিতণ্ডা অন্য মাত্রা পেল। চেয়ার আম্পায়ারকে 'চোর' বলে বিতর্কে জড়ান সেরেনা।



ফাইনালে দুই খেলোয়াড়ের মধ্যে বয়সের ফারাক ছিল ১৬। সেরেনা ১৯৯৯ সালে যখন তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন, তখন ওসাকার বয়স ছিল মাত্র এক বছর। ফ্লাশিং মিডোয় নিলচে কোর্টে স্বপ্নের জয় সেই সেরেনার বিরুদ্ধে। কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন জাপানের নাওমি ওসাকা। প্রথমবার কোনও জাপানি হিসেবে ইউএস ওপেন জিতে ইতিহাসে ঢুকে পড়লেন তিনি। একই সঙ্গে মা হওয়ার পর গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন ফের অধরাই থেকে গেল সেরেনার।