ব্যুরো: রিও অলিম্পিকে নরসিং যাদবের অংশগ্রহণ আবার প্রশ্নের মুখে। শুধু প্রশ্নের মুখেই নয়। হতে পারে বড়সড় শাস্তিও। 


নাডার পর বিশ্ব কুস্তি সংস্থা নরসিং যাদবকে ডোপিং কেলেঙ্কারিতে ক্লিনচিট দিলেও তাতে সন্তুষ্ট ছিল না ওয়াডা। যার পরিপ্রেক্ষিতে নাডার কাছে ওয়াডা নরসিংয়ের কেস ফাইল চেয়ে পাঠায় পুনরায় বিবেচনা করার জন্য। সমস্ত তথ্য ঘেটে নাডা এবং বিশ্ব কুস্তি সংস্থার সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে আইনিভাবে নরসিং যাতে অলিম্পিকে নামতে না পারেন তার জন্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে গত ১৩ আগস্ট মামলা করে ওয়াডা। ১৬ আগস্ট এই মামলার কথা জানতে পারে বিশ্ব কুস্তি সংস্থা এবং নরসিং যাদবের আইনজীবী। আগামী ১৮ আগস্ট এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ করা যায় ১৯ আগস্ট অলিম্পিক অভিযান শুরু করার কথা নরসিং যাদবের। বিশেষজ্ঞরা বলছেন ক্যাসের সিদ্ধান্ত যদি নরসিংয়ের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে চার বছর নির্বাসিত হতে পারেন নরসিং।