ওয়েব ডেস্ক: এবার ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড করতে চান নাসির হুসেন। জাতীয় দলে থাকতে থাকতে অনেক ক্যাচ ধরেছেন। কিন্তু গিনিস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডসে এবার কী নাম উঠবে তাঁর?  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাসির হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ব্যাটের জোরে  জিতিয়েছেন অনেক ম্যাচ। এবার নাসিরের ইচ্ছা নতুন রেকর্ড গড়ার। ড্রোনে করে বল পাঠালেন ১০০ফুট ওপরে। হাতে  কিপিং গ্লাভস পরে তৈরি নাসির। বল ছুড়ল ড্রোন। আর সঙ্গে সঙ্গে তাকে তালু বন্দি করলেন নাসির। এবার আরও উপরে উঠে গেল ড্রোন।১৫০ ফুট ! নাসির পারবেন তো লুফতে? হ্যাঁ এবারও লুফলেন ক্যাচ। শুধু হাতে একটু লাগল। কিন্তু তএতেও খুসি নন নাসির। এবার ড্রোন উঠেগেল ৪০০ ফুট ওপরে! আবারও তৈরি নাসির। বল ছাড়ল ড্রোন। কিন্তু হাওয়ার জন্য বেঁকে গেল বল। মিস! এবার আর ক্যাচ ধরতে পারলেন না নাসির হুসেন। তবে বিশ্বরেকর্ড কী হল? হ্যাঁ প্রথম বারেই হয়ে গেছে রেকর্ড।