জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টনের পর এবার লর্ডসও অস্ট্রেলিয়ার দখলে (England vs Australia)। চলতি পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে (Ashes 2023) ২-০ এগিয়ে গেল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia)। লর্ডস জয়ের সঙ্গে বড় ধাক্কা খেল কামিন্স অ্যান্ড কোং। চোটের জন্য ছিটকে গেলেন দলের এক নম্বর স্পিনার ন্যাথান লিয়ঁ (Nathan Lyon)। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে পেশি ছিঁড়ে গিয়েছিল লিয়ঁর। এমনকী তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে ১১ নম্বরে ব্যাট করতেও নেমেছিলেন। একটি চারও হাঁকান। যোদ্ধা লিয়ঁকে কুর্নিশ জানিয়েছেন ক্রিকেট অনুরাগীরা। তবে লিয়ঁর পক্ষে আর তৃতীয় টেস্টে নামা সম্ভব হবে না। আগামী ৬ জুলাই থেকে লিডসে শুরু হবে তৃতীয় অ্যাশেজ টেস্ট। লিয়ঁর না খেলায় রাস্তা খুলে গেল তরুণ স্পিনার টড মারফির (Todd Murphy)। তাঁর লিডসে অ্যাশেজ অভিষেক শুধু সময়ের অপেক্ষা। তাঁকে নিয়েই হল অস্ট্রেলিয়ার দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Ashes 2023: অসাধারণ ইনিংসেও ট্র্যাজিক নায়ক স্টোকস! এজবাস্টনের পর লর্ডসও অস্ট্রেলিয়ার দখলে
 
অ্যাশেজকে বিদায় জানানোর প্রাক্কালে লিয়ঁ ভূয়সী প্রশংসা করেছেন মারফির। চলতি বছর ভারতে বর্ডার-গাভাসকর ট্রফিতে মারফি ১৪ উইকেট পেয়েছিলেন। তাঁর গড় ছিল ২৫.২১। স্টার ব্যাটার বিরাট কোহলিকে আউট করেছিলেন চারবার। লিয়ঁ ক্রিকেট অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, 'ওর স্টক বল যা আছে, তা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যথেষ্ট ভালো। ভারতে স্পিন করানো সবচেয়ে কঠিন। সেখানে ও পারফর্ম করেছে। ইংল্যান্ড ব্যাটারদের জন্য মারফিকে খেলা অন্যরকম চ্যালেঞ্জ হতে পারে। টডের কাছে সুযোগ থাকছে অ্যাশেজে নিজের ছাপ রেখে যাওয়ার জন্য়।'



 লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে থেকেই অনন্য় রেকর্ড করেছেন লিয়ঁ। অভিজ্ঞ স্পিনার যে মাইলস্টোন গড়েছেন, তা ক্রিকেট গ্রহে আর কোনও বোলার কখনও করতে পারেননি। লিয়ঁ টানা ১০০ টেস্ট ম্যাচ খেলে ফেললেন। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই বিরল ইতিহাসে নিজের নাম লেখালেন ৩৫ বছরের ক্রিকেটার। অতীতে টানা শতাধিক টেস্ট খেলার নজির রয়েছে অ্যালেস্টার কুক (১৫৯), অ্যালান বর্ডার (১৫৩), মার্ক ওয়া (১০৭), সুনীল গাভাসকর(১০৬) ও ব্রেন্ডন ম্যাকালামের (১০১)। এই এলিট ক্লাবে এবার প্রথম বোলার হিসেবে সদস্যপদ পেলেন লিয়ঁ।


১০০ টেস্ট খেলার প্রাক্কালে লিয়ঁ বলেছিলেন, 'টানা ১০০ টেস্ট ম্য়াচ খেলতে পেরে গর্বিত। আমার মাথায় এই পরিসংখ্যান থেকে যাবে। অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছি। বোঝাই যাচ্ছে প্রচুর টেস্ট খেলে ফেলেছি। আমার মাথায় যে কেন চুল নেই সেটাও বোঝা যাচ্ছে।' স্পিন জাদুকর আরও বলেন, 'কোনও অ্যাথলিটকে দীর্ঘ সময় ধরে সফল হওয়ার জন্য, তাঁর চারপাশের মানুষগুলোকেও অসাধারণ হতে হয়। আমি সেই অজি টিমেরই সদস্য়। আমার মনে হয়। আমার পরিবার অসাধারণ সমর্থন করেছে। ওদের সমর্থন ও ভালোবাসা-যত্নে এই জায়গায় এসেছি।' এক দশকেরও বেশি সময় ধরে লিয়ঁ অস্ট্রেলিয়া দলের সার্ভিসে রয়েছেন।


আরও পড়ুন: Sourav Ganguly | ICC ODI World Cup 2023: 'ওর উপর চোখ থাকবেই'! বিশ্বযুদ্ধে ভারতের আগ্নেয়াস্ত্র চেনালেন মহারাজ



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)