Sourav Ganguly | ICC ODI World Cup 2023: 'ওর উপর চোখ থাকবেই'! বিশ্বযুদ্ধে ভারতের আগ্নেয়াস্ত্র চেনালেন মহারাজ

Sourav Ganguly Identifies Indias Leg Spinner For ODI World Cup: সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন সেই ক্রিকেটারের নাম। যিনি বিশ্বকাপে হবেন বাকি দলের কাছে আগ্নেয়াস্ত্র। মহাভবিষ্যদ্বাণী করে দিলেন মহারাজ।

Updated By: Jul 3, 2023, 01:52 PM IST
Sourav Ganguly | ICC ODI World Cup 2023: 'ওর উপর চোখ থাকবেই'! বিশ্বযুদ্ধে ভারতের আগ্নেয়াস্ত্র চেনালেন মহারাজ
মহারাজের বাজি যুজবেন্দ্র চাহালই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে। গত সপ্তাহে সূচি ঘোষণা করে দিয়েছে আইসিসি (ICC)। যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এবার রণাঙ্গনে নামার অপেক্ষা। ২০১৩ সালের পর ভারত আর কোনও আইসিসি ট্রফিতে কামড় বসাতে পারেনি। এবার নিজের দেশেই সেই সোনার সুযোগ। ভারতীয় থিঙ্কট্যাঙ্ক মোটামুটি কোর টিম বেছে নিয়েছে। অবশ্যই স্পিনাররা বাড়তি ভূমিকা পালন করবেন, এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। রবি বিষ্ণোই (Ravi Bishnoi), কুলদীপ যাদবরা (Kuldeep Yadav) দলে থাকবেন, তা বলে দেওয়া যায়। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দিলেন যে, কোন ক্রিকেটার হবেন বিশ্বযুদ্ধে তুরুপের তাস। সৌরভ বেছে নিয়েছেন যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। সীমিত ওভারের ক্রিকেটে দেশের সেরা লেগস্পিনারেই বাজি ধরেছেন মহারাজ। 

আরও পড়ুন: Ashes 2023: অসাধারণ ইনিংসেও ট্র্যাজিক নায়ক স্টোকস! এজবাস্টনের পর লর্ডসও অস্ট্রেলিয়ার দখলে

গতবছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে চাহাল ছিলেন দলে। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ভারত ফিরে আসে দেশে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, 'রবি-কুলদীপ আছে। তবে চাহাল কোথাও বড় টুর্নামেন্ট মিস করে যায়। সীমিত ওভারের ক্রিকেটে ও ধারাবাহিক ভাবে পারফর্ম করে আসছে। সে কুড়ি ওভার হোক বা পঞ্চাশ ওভার। ওর উপর চোখ রাখাটা খুব গুরুত্বপপর্ণ।' সৌরভ 'সেনা' দেশে ভারতের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন, 'অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় খেললে রিস্ট স্পিনারদের ট্যাকল করা কঠিন হয়ে যায়। ২০১১ সালে পীযূষ চাওলা ছিল দলে। ও ভালো বল করেছিল। ২০০৭ সালে আমরা যখন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, আমাদের জোরে বোলারদের পাশাপাশি রিস্ট-স্পিনাররাও ভালো করেছিল। হরভজন সিং ছিল দলে। আমার মনে হয় ভারতীয় পিচে রিস্ট স্পিনাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।'

কাপ যুদ্ধের পাঁচটি ম্যাচ আয়োজন করবে ইডেন গার্ডেন্স। ভাইয়ের উপর উপর আস্থা রাখছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অনেকেই যাঁকে সৌরভের মতোই প্রতিভাবান ক্রিকেটার মনে করতেন। প্রশাসক হিসাবে স্নেহাশিস মহারাজের সমকক্ষ হয়ে ওঠার দাবিদার। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্ণধারদের সঙ্গে যুক্তির লড়াইয়ে জিতে যিনি একদিনের বিশ্বকাপের সেমি ফাইনাল-সহ পাঁচ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিনিয়ে এনেছেন। আর তারপরই ভাইয়ের জন্য গুরুদায়িত্ব ভেবে ফেলেছেন। বিশ্বকাপের আয়োজক কমিটি তৈরি করবে সিএবি। সেই কমিটিতে থাকবেন সৌরভ। খুব শীঘ্রই অ্যাপেক্স কমিটির বৈঠকে সব চূড়ান্ত করে ফেলা হবে। বিশ্বকাপে সৌরভকে দেখা যাবে নতুন ভূমিকায়।

আরও পড়ুন: BCCI: বিশ্বকাপের আগে স্বেচ্ছায় ছাড়তে হবে এই কাজ! রাজ্য সংস্থাগুলিকে সাফ নির্দেশ বোর্ডের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.