নিজস্ব প্রতিবেদন :  কিরঘিস্থানের রাজধানী বিসকেকে ইতিহাস গড়লেন ভারতীয় কুস্তিগির নভজ্যোত কৌর।  প্রথম ভারতীয় মহিলা হিসেবে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে থাকা নভজ্যোত শুক্রবার ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের ফাইনালে জাপানের মিয়া ইমাইকে একপেশে লড়াইয়ে হারালেন । এদিন শেষ লড়াইয়ে জাপানি প্রতিযোগিকে কোনও রকম সুযোগ না দিয়ে ৯-১ ফলাফলে বাউট জিতে নেন ২৮ বছর বয়সী কৌর।



এর আগে ৬৭ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ২০১১ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০১৩ সালে রূপো , ২০১৩ সালে বিশ্বকাপে ব্রোঞ্জ, ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন নভজ্যোত কৌর।


আরও পড়ুন- এটিকে'র দায়িত্ব ছাড়লেন ওয়েস্টউড


সোনা জিতে উচ্ছ্বসিত কৌর জানান, " সেই কুস্তি শুরুর সময় থেকে আজ আমার জীবনের সেরা দিন। এশিয়ান চ্যাম্পিয়নশিপের মঞ্চে প্রত্যেক অ্যাথলিটেরই চাপ থাকে। এবার আমি ঠিক করেছিলাম কোনও রকম চাপ না নিয়ে লড়াইয়ে নামব। আমি জানতাম আমার কাছে একটাই সুযোগ নিজেকে প্রমান করার, আর আমি সেটাই করে দেখিয়েছি। "  পাশাপাশি তিনি জানান, " প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে আমি গর্বিত।"


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়