Neeraj Chopra: লালকেল্লায় তেরঙা দেখে আবেগি সুবেদার নীরজ! ভাগ করে নিলেন অভিজ্ঞতা
নীরজ শুধুই একজন অ্যাথলিট নন, দেশের সেনাও তিনি।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ৭৫তম স্বাধীনতা দিবসে (75th Independence Day) দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। শনিবার অর্থাৎ আজ ১৫ অগাস্টের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটরা। সামনের সারিতে বসেছিলেন দেশের অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)।
নীরজ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি। আবেগে ভেসে গিয়েছেন তিনি। নীরজ নিজের অভিজ্ঞতা টুইটারে তুলে ধরেছেন। নীরজ লেখেন,"স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে ঐতিহাসিক লালকেল্লায় থাকতে পারাটা সম্মানের। একজন অ্যাথলিট ও সেনা হিসেবে আমার হৃদয় ভরে গিয়েছিল যখন দেখলাম জাতীয় পতাকা উড়ছে। জয় হিন্দ।"
আরও পড়ুন: 75th Independence Day: হেলমেটে কেন থাকত তেরঙা? স্বাধীনতা দিবসে জানালেন Sachin Tendulkar
নীরজ শুধুই একজন অ্যাথলিট নন, দেশের সেনাও তিনি। ২০১৬ সালে নায়েব সুবেদার পদে নীরজকে ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্টে নিযুক্ত করা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে-সহ ভারতীয় সেনাবাহিনীর সকল পদস্থ কর্তা নীরজকে সোনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। নীরজ সোনা জয়ের পর দিল্লির রাজপুতানা রাইফেলসে নীরজের সহযোদ্ধারা তাঁর নামে জয়ধ্বনিও দেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)