নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘন্টার ব্যবধানে জমে গেল আই লিগের খেতাবি লড়াই। মঙ্গলবার ইস্টবেঙ্গল মিনার্ভাকে হারালেও আই লিগের শীর্ষে ছিল পাঞ্জাবের দলটি। বুধবার চার্চিল ব্রাদার্সকে হারিয়ে লিগের শীর্ষে চলে এল মণিপুরের নেরোকা এফসি। পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা ইস্টবেঙ্গলের সামনে লিগ জয়ের সম্ভবনা কতটা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৭-১৮ মরসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১ নম্বরে নেরোকা এফসি। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে মিনার্ভা।ইস্টবেঙ্গল ৩ নম্বরে।১৪ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট ২৬। এই মুহূর্তে লিগের শীর্ষে থাকা নেরোকা'র বাকি আর মাত্র দুটি ম্যাচ। যার একটি ইস্টবেঙ্গলের সঙ্গে এবং অন্যটি মোহনবাগানের সঙ্গে। আই লিগের খেতাবি লড়াইয়ে নেরোকা বনাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বনাম নেরোকা ম্যাচ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন- পকেটে সিরিজ,মনে ভ্যালেন্টাইন সঙ্গে 'কুলচা'


পাশাপাশি ইস্টবেঙ্গল এবং মিনার্ভা দুই দলেরই চারটি করে ম্যাচ বাকি। যদিও ইস্টবেঙ্গলের থেকে তিন পয়েন্টে এগিয়ে মিনার্ভা। আই লিগ জিততে এখন ইস্টবেঙ্গলের সামনে প্রাথমিক এবং প্রধান শর্ত হল লিগের বাকি চার ম্যাচ জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে মিনার্ভা ম্যাচের ফলাফলের দিকে।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়