নিজস্ব প্রতিবেদন : গত মরশুমে বায়ার্ন মিউনিখের হয়ে সময়টা একেবারেই ভালো যায়নি প্রাক্তন ডাচ ফুটবলার আর্জেন রবেনের। নতুন মরশুমে তাই ক্লাব বদলের জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু তার আগেই ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রবেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালে জাতীয় দল থেকে অবসর নেন রবেন। কিন্তু ক্লাব ফুটবলে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী ডাচ ফরোয়ার্ড। ২০০৯ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন আর্জেন রবেন। ১০ বছর ধরে জার্মান ক্লাবটিতে খেলে ৩০৯ ম্যাচে ১৪৪টি গোল করেছেন তিনি। ২০১৩ সালে বায়ার্নের হয়ে ত্রিমুকুট জেতেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জয়সূচক গোলটি ছিল তাঁরই।




জাতীয় দলের হয়ে ৯৬ ম্যাচে ৩৬ গোল করেছেন আর্জেন রবেন। ২০১০ বিশ্বকাপের রানার্স নেদারল্যান্ডস দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন আর্জেন রবেন।


আরও পড়ুন - ফের দেশের নাম উজ্জ্বল করলেন হিমা দাস, পোল্যান্ডে জিতলেন সোনা