ফের দেশের নাম উজ্জ্বল করলেন হিমা দাস, পোল্যান্ডে জিতলেন সোনা

Jul 05, 2019, 16:43 PM IST
1/5

সোনা জিতলেন হিমা দাস

সোনা জিতলেন হিমা দাস

ফের আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন আসামের হিমা দাস। পোল্যান্ডে ২০০ মিটারে সোনা জিতলেন তিনি। 

2/5

সোনা জিতলেন হিমা দাস

সোনা জিতলেন হিমা দাস

পোজন্যান অ্যাথলেটিক্স গ্রাপ্রি-তে সোনা জিতলেন হিমা। শটপাটে ব্রোঞ্জ জিতেছেন তেজিন্দর পাল তুর। 

3/5

সোনা জিতলেন হিমা দাস

সোনা জিতলেন হিমা দাস

এর আগে ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হয়েছিলেন হিমা। তবে গত কয়েক মাস ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি। 

4/5

সোনা জিতলেন হিমা দাস

সোনা জিতলেন হিমা দাস

এদিন ২০০ মিটারে সময় করলেন ২৩.৬৫ সেকেন্ড। চলতি বছর এটাই হিমার প্রথম টুর্নামেন্ট। আর প্রথমবারেই সোনা জিতলেন তিনি। 

5/5

সোনা জিতলেন হিমা দাস

সোনা জিতলেন হিমা দাস

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতির সঙ্গে সঙ্গে ট্রেনিং চালিয়ে গিয়েছিলেন হিমা। আসামের এই অ্যাথলিট উচ্চমাধ্যমিক পাশ করেছেন ভাল ফল করে। মাঠে হোক বা মাঠের বাইরে, হিমা দাস যেন  ভাল পারফরম্যান্স করতেই নামেন।