জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোহার খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস-ইকুয়েডর (Netherlands vs Ecuador)। চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) ‘এ’ গ্রুপের ফার্স্ট ও সেকেন্ড বয়ের মধ্যে ম্য়াচ ১-১ ড্র হয়ে গেল। এদিন এগিয়ে থেকেও পয়েন্ট হাতছাড়া করল ভার্জিল ভ্যান ডাইকের অরেঞ্জ আর্মি। কোডি গাকপোর গোলে ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে গিয়েছিল ডাচ বাহিনী। কিন্তু দ্বিতীয়ার্ধে এনার ভ্যালেন্সিয়ার গোলে ডাইক অ্যান্ড কোংয়ের জয়ের স্বপ্ন ভেঙে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে উড়িয়ে দিয়েছিল আয়োজক দেশ কাতারকে। অন্যদিকে একই ব্যবধানে সেনেগালকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। এদিন নেদারল্যান্ডস জিতলেই নকআউটের পথে অনেকটা এগিয়ে যেতে পারত। কিন্তু সেটা হল না। দুই ম্যাচের শেষে দুই দলের পয়েন্ট এখন চার। তিনে সেনেগাল (তিন পয়েন্ট)। টেবিলে সবার শেষে কাতার (খাতাই খোলেনি)। এই ম্যাচ ড্র হওয়ার কাতার বেরিয়ে গেল বিশ্বকাপ থেকে! একমাত্র ডাচরা হারলেই কাতার টিকে থাকতে পারত বিশ্বকাপে। ম্যাচের আগেই তৈরি হয়ে গিয়েছিল সমীকরণ।


আরও পড়ুনQatar vs Senegal | FIFA World Cup 2022: আয়োজক দেশ কাতারকেই দরজা দেখিয়ে দিল সেনেগাল!


এদিন ম্যাচের বয়স যখন ছয় মিনিট, তখনই নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি গাকপো। বাঁ-পায়ের বুলেট শট একেবারে টপ কর্নার দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। ইকুয়েডরের গোলকিপার হার্নান গালিনদেজের কিছুই করার ছিল না। চলতি বিশ্বকাপের দ্রুততম গোল এল গাকপোর পা থেকে। নেদারল্য়ান্ডসের প্রথম গোলই দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়। আরও আক্রমণ বাড়ায় ভ্যান গালের শিষ্যরা। কিন্তু দমে যায়নি ইকুয়েডরও। গোল হজম করেও তারা প্রতি আক্রমণ চালাতে থাকে। বিরতির ঠিক আগে স্টুপিনানের গোল বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। নাহলে ইকুয়েডর তখনই সমতায় ফিরতে পারত। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই কাজের কাজটি করে ফেলেন এনার ভ্যালেন্সিয়া। ৪৯ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। এদিন সেনেগাল ৩-১ গোলে কাতারকে হারাতেই, মোটামুটি কাতারের বিদায়ঘণ্টা একপ্রকার বেজে গিয়েছিল। এই ম্যাচের পর তা নিশ্চিত হল।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)