অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের নতুন দিনক্ষণ জানিয়ে দিল ফিফা
২০২০ সালের ২ থেকে ২১ নভেম্বরের মধ্যে মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে। করোনার জন্য তা স্থগিত হয়ে যায়। মঙ্গলবার বিশ্বকাপের নতুন দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল ফিফা।
নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের নতুন দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল ফিফা। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ভারতের মাটিতে বসবে মেগা এই টুর্নামেন্ট।
২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করেছিল ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিশ্বকাপ আয়োজন ও ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেছিল ফিফা। সেবারের সাফল্যের পুরস্কার হিসাবে ২০২০ সালের অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল ভারত। চলতি বছরের নভেম্বর মাসে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মহিলাদের যুব বিশ্বকাপ পিছিয়ে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কোনও রকম ঝুঁকি নিতে রাজি হয়নি ফিফা।
২০২০ সালের ২ থেকে ২১ নভেম্বরের মধ্যে মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে। করোনার জন্য তা স্থগিত হয়ে যায়। মঙ্গলবার বিশ্বকাপের নতুন দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল ফিফা। ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ভারতের মাটিতে বসবে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর। যেহেতু বিশ্বকাপ পিছিয়ে গিয়েছে আর বয়সভিত্তিক টুর্নামেন্ট হওয়ায় ফুটবলারদের ছাড়পত্রের জন্য সময়সীমাও বদলে দিল ফিফা। ২০০৩ সালের পয়লা জানুয়ারির পরে এবং ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের আগে জন্ম তারিখ হতে হবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ফুটবলারদের। তবে টুর্নামেন্টের নাম বদল হবে কিনা সেটা অবশ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপে কী হবে ভারতের বোলিং আক্রমণ, বেছে দিলেন গম্ভীর