ওয়েব ডেস্ক: রিয়াল বেটিসকে দুই-শূন্য গোলে হারিয়ে লা লিগার শুরুতেই ছন্দে ফিরল বার্সেলোনা। বার্সার পক্ষে একটি গোল করেন সার্গিও রবার্তো। আর অপর গোলটি আত্মঘাতি। নেইমারহীন সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে হার। সমালোচনার মুখে পড়েছিল বার্সেলোনা। কিন্তু সেটা যে সাময়িক বিপর্যয় সেটা প্রমাণ করলেন লিওনেল মেসিরা। রিয়াল বেটিসকে দুই-শূন্য গোলে হারিয়ে লা লিগার শুরুতেই ছন্দে ফিরল ক্যাটালিয়ান্স ক্লাব। হাঁটুর চোটের কারণে ছিলেন না সুয়ারেজও। তাতেও অবশ্য জয় আটকাল না বার্সেলোনার। আবেগঘন রাতে জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল ক্যাটালান্স ক্লাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রান তাড়া করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় বিরাটের সামনে এখন শুধু দু'জন


সুয়ারেজের অনুপস্থিতিতে রিয়াল বেটিসের বিরুদ্ধে চার-এক-চার-এক ছকে দল সাজিয়েছিলেন ভালভের্ডে। নতুন ছকে ধাতস্ত হতে অবশ্য বেশি সময় লাগেনি মেসিদের। ছত্রিশ মিনিটেই লিড নিয়ে নেয় বার্সা। জেরার্ড ডেলোফের ক্রশ বিপক্ষ দলের ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢুকে যায়। তিন মিনিটের মধ্যেই বার্সার দ্বিতীয় গোল। পেনাল্টি বক্সের মধ্যে থেকে জোরালো শটে গোল করেন সার্গিও রবার্তো। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডেলোফে। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের ব্যবধান আর বাড়েনি।


আরও পড়ুন  শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার শেষ ১০ ইনিংসের রান দেখলে আপনার চোখ কপালে উঠবে!