শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার শেষ ১০ ইনিংসের রান দেখলে আপনার চোখ কপালে উঠবে!

Updated By: Aug 21, 2017, 03:44 PM IST
 শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার শেষ ১০ ইনিংসের রান দেখলে আপনার চোখ কপালে উঠবে!

ওয়েব ডেস্ক: বলা হয়, গত এক দশকে ভারতের সবথেকে প্রতিভাবান ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা। নিজের দিনে সেই কথা রোহিত প্রমাণও করেছেন বারবার। সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের ব্যাটিংয়ে ভেঙেছে-গড়েছে অনেক নতুন রেকর্ডও। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে অবশ্য ভারতীয় দলে ছিলেন না রোহিত শর্মা। একদিনের সিরিজে দলে এলেন তিনি। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার আগ মুম্বইয়ের এই ব্যাটসম্যান শেষবার মাঠে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতলেও, ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। মাত্র ৪ রান করেই রান আউট হয়ে যান তিনি।

আরও পড়ুন সৌরভ গাঙ্গুলিকেও পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি

আর এরপরেই পরিসংখ্যানবিদরা প্রশ্ন তুলে দিলেন যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামলেই রোহিত শর্মার হয়টা কী! কারণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার শেষ ১০টি ইনিংসের রানগুলো যথাক্রমে এরকম - ৪, ০, ১১, ৫, ৫, ০, ০, ৪, ৪, ৪! সত্যিই তো! শ্রীলঙ্কার বিরুদ্ধে এ কেমন পারফরম্যান্স রোহিত শর্মার! কেনই বা এরকম? উত্তর নেই, কারও কাছেই। এখন দেখার যে, সিরিজের পরের ম্যাচ থেকেই রোহিত এই গোলকধাঁধা থেকে বেরোতে পারেন কিনা।

আরও পড়ুন  শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দুরন্ত রেকর্ড করলেন শিখর ধাওয়ান

.