ওয়েব ডেস্কঃ ব্যাটটা তুলে রেখেছেন অনেকদিন আগেই। কিন্তু তাই বলে কি তিনি থেমে থাকবেন? নাকি থেমে থাকবে তাঁর রেকর্ড? না, কোনওটাই থেমে থাকেনি। তিনিও থেমে থাকেননি, থেমে যায়নি তাঁর রেকর্ডও।


তবে এবার আর ব্যাট হাতে নয়, কলম হাতে। এ পর্যন্ত সমস্ত হার্ড কভার অ্যাডাল্ট বেস্ট সেলিং বইয়ের রেকর্ড ভেঙে দিল সচিন তেন্ডুলকরের আত্মজিবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’। রিলিজের পর প্রথম দিনেই সারা ফেলে দিয়েছিল সচিনের আত্ম্জিবনী। জে কে রাউলিং থেকে স্টিভ জোবস, পেছনে ফেলে দিয়েছিলেন সকলকে। সেই রেকর্ডটাই ধরে রাখল ‘প্লেয়িং ইট মাই ওয়ে’-এর সেলিং। সবথেকে বেশি বিক্রিত হার্ড কভার অ্যাডাল্ট বইয়ের রেকর্ড করে প্রবেশ করল ‘লিমকা বুক অব রেকর্ডস’-এ।