বাউন্সারের ঘায়ে হেলমেট খুলে পড়ল উইকেটে, `অবাক আউট` কিউই ব্যাটসম্যান
বাউন্সার সামলাতে গিয়ে ব্যাটসম্যানের হেলমেট উড়ে গিয়ে লাগল উইকেটে। হিট উইকেট হয়ে ময়দান ছাড়লেন অজি ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।
নিজস্ব প্রতিবেদন : কমবেশি ক্রিকেট আমরা সবাই দেখি। দেশ-বিদেশের বহু ক্রিকেটারই আমাদের পছন্দের তালিকায় রয়েছেন। খেলায় কখনও দেখি ব্যাটিং দক্ষতার নজির, আবার কখনও সেখানে বোলিংয়ের কামাল দেখা যায়। কিন্তু নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ ম্যাচে শনিবার সকলে যা ঘটল তা এক কথায় বেনজির। বাউন্সার সামলাতে গিয়ে ব্যাটসম্যানের হেলমেট উড়ে গিয়ে লাগল উইকেটে। হিট উইকেট হয়ে ময়দান ছাড়লেন অজি ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।
ম্যাচের ১৮তম ওভারে অজি বোলার বিলি স্ট্যানলেকের বাউন্সার নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের হেলমেটে গিয়ে লাগে। বলের আঘাতে মার্কের মাথা থেকে খুলে যায় হেলমেট। সেই হেলমেট গিয়ে লাগে উইকেটে। বোলার হিট উইকেটের আবেদন করলে তাতা সম্মতি জানান আম্পায়ার। আউট হয়ে মাঠ ছাড়তে হয় চ্যাপম্যানকে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ড অধিনায়ক উইলিয়ামস। ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে তারা। মার্টিন গাপ্তিলের ৫৪ বলে ১০৫ রানের ইনিংসের সুবাদে যখন নিউ জিল্যান্ড ২০০-র গণ্ডির দিকে এগোচ্ছে, তখনই ঘটে বিপত্তি। ১৩ বলে ১৬ রান করা চ্যাপম্যানের হেলমেটে গিয়ে লাগে স্ট্যানলেকের বাউন্সার। সঙ্গে সঙ্গে হেলমেট খুলে মাটিতে পড়ে তা গড়িয়ে গিয়ে লাগে উইকেটে। হিট উইকেট হয়ে প্যাভলিয়নে ফিরতে চ্যাপম্যানকে। অবশেষে ২০ ওভারে দলের রান পৌঁছয় ৬ উইকেটে ২৪৩। তবে, এভাবে আউট হওয়ায় হকচকিয়ে গিয়ে হেসে ফেলেন চ্যাপম্যান।
আরও পড়ুন- বিরাটের দলে খেলতে প্রস্তুত প্রত্যয়ী পৃথ্বী