ওয়েব ডেস্ক: একটু অন্যরকমভাবেই ভারতে পা দিল নিউ জিল্যান্ড ক্রিকেট দল। কিউই দলের ৯ সদস্য একসঙ্গে এলেন ভারতে। এ দেশের মাটিতে পা দিয়েই নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর টুইট করে জানান, 'ভারতে ফিরে ভাল লাগছে।' ভাবছেন, মাত্র ৯ জন ক্রিকেটার এলেন কেন? কারণ, নিউ জিল্যান্ড এ দলও এখন খেলছে ভারতে। সেই দল থেকেই বাকি পাঁচজন ক্রিকেটারকে বেছে নেবেন কিউয়ি ক্রিকেটের নির্বাচকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হোক, আজব দাবি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের


প্রসঙ্গত, আগামী ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ভারত বনাম নিউ জিল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। প্রথমে তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। এরপর তিনটি টি২০ ম্যাচও খেলবে। আজ সকালে সিসিআই-তে প্রথমবার প্র্যাকটিসেও নেমেছেন কিউই ক্রিকেটাররা। একদিনের সিরিজ শুরু হওয়ার আগে বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে দু'টো প্রস্তুতি ম্যাচও খেলবে নিউ জিল্যান্ড।


আরও পড়ুন  হায়দরাবাদে বাঁ হাতে ব্যাট করলেন বিরাট, রোহিত, ধোনিরা