হায়দরাবাদে বাঁ হাতে ব্যাট করলেন বিরাট, রোহিত, ধোনিরা

Updated By: Oct 14, 2017, 12:43 PM IST
হায়দরাবাদে বাঁ হাতে ব্যাট করলেন বিরাট, রোহিত, ধোনিরা

ওয়েব ডেস্ক: হায়দরাবাদে সিরিজের তৃতীয় এবং শেষ টি২০ ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ম্যাচ বাতিল হওয়ায় তিন ম্যাচের টি২০ সিরিজ ১-১ ড্র হল। এদিনও মাঠ ভরিয়েছিলেন প্রচুর দর্শক। আশায় ছিলেন, হয়তো বৃষ্টি কমবে। হয়তো ওভার কম হলেও, খেলা হবে। মাঠকর্মীরা চেষ্টাও করছিলেন খুব। কিন্তু, প্রকৃতির সঙ্গে কি লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। ম্যাচ ভেস্তে গেলেও খালি হাতে ফেরেননি দর্শকরা। দর্শক দেখলেন নতুন কিছু। উপভোগও করলেন তাঁরা।
দর্শকদের মন ভরাতে ম্যাচ বাতিল ঘোষণা হওয়ার কিছুক্ষণ পর মাঠে নেমে পড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা। বাঁ হাতে ব্যাটিং করে সবাইকে চমকে দেন তাঁরা। দূরে থাকেননি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনিও কিছুক্ষণ ব্যাট করেন বাঁ হাতে। চেষ্টা করেন ডেভিড ওয়ার্নারকে অনুকরণের। ভারতীয় তারকাদের বাঁ হাতের ব্যাটিং দেখে পয়সা উসুল হল দর্শকেরও। গোটা দিন ড্রেসিং রুমে বসে থাকার একঘেয়েমি কাটল খেলোয়াড়দেরও।

আরও পড়ুন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে গাভাসকর এবং শাস্ত্রীর জন্য!

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সিরিজ এখন অতীত। আগামী ২২ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে বিরাট কোহলির ভারতীয় দল।

আরও পড়ুন একসঙ্গে সেঞ্চুরির মুখে বাংলার দুই ক্রিকেটার মনোজ এবং দিন্দা

.