জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ফাইনালে হার দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা পুরুষ দল টি- ২০ বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারতের কাছে। এ বার তাদের মহিলা দলও ফাইনালে উঠে চোকার্স তকমা বজায় রাখল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২ রানে হারল দক্ষিণ আফ্রিকা মহিলা দল। প্রথম বারের জন্য টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় করল নিউজিল্যান্ড। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মহিলা ক্রিকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Ramandeep Singh: উড়ন্ত নাইটের অবিশ্বাস্য ক্যাচ! ঘোর কাটছে না নেটপাড়ার, না দেখলে এখনই দেখুন...


দুবাইতে ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতে ছন্দে আসতে পারেনি। ১৬ রানে তারা প্রথম উইকেট হারায়। ওপেনার সুজি বেটস ৩১ বলে ৩২ রানের একটি ইনিংস খেলে ফিরে যান। নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইনও জ্বলে উঠতে পারলেন না। তবে অলরাউন্ডার অ্যামেলিয়া কেরের ৩৮ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস নিউজিল্যান্ডকে ১৫৮ রান তুলে দিতে সাহায্য করে। অ্যামেলিয়া কের টুর্নামেন্টে লিডার উইকেট-টেকারও। 


১৫৯ রানের লক্ষ্য সামনে রেখে শুরুতে বেশ ভালই খেলছিল দক্ষিণ আফ্রিকা মহিলা দল। দুই ওপেনার তাজমিন ব্রিটস এবং লরা উলভার্ট ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু তাঁরা আউট হয়ে ফিরে যেতেই পরপর উইকেট পড়তে থাকে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অ্যানিকে বোচ, মারিজান কাপ ফাইনাল ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। ওপেনিং জুটির এত দুর্দান্ত খেলার পরে আর কেউ টিকতেই পারলেন না। পুরোপুরি ফ্লপ হল সমগ্র মিডল অর্ডার। ফলে কাপ অধরাই রয়ে গেল দক্ষিণ আফ্রিকার। পুরুষ হোক বা মহিলা, চোকার্স তকমা থেকে গেল তাদের। আমেলিয়া কের ৪৩ রান এবং বল হাতে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হলে। পাশপাশি টুর্নামেন্টেরও সেরা তিনিই হলেন। 


আরও পড়ুন, IND vs NZ: ইঞ্চিতে-ইঞ্চিতে মেপে নেবে ভারত, দলে ঢুকলেন স্টার অলরাউন্ডার! এবার ভয়ংকর খেলা হবে...


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)