নিজস্ব প্রতিবেদন : বুধবার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হারলেও ভারতকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের কাছে পর পর হেরে বেশ খানিকটা ব্যাকফুটে কিউইরা। বুধবারের ম্যাচে তাই আয়োজক ইংল্যান্ডকে একটু হলেও নিউ জিল্যান্ডের থেকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



চলতি বিশ্বকাপে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন সমৃদ্ধ পেস আক্রমণই নিউ জিল্যান্ডের প্রধান শক্তি। ব্ল্যাক ক্যাপসদের দুশ্চিন্তার প্রধান কারণ তাদের ব্যাটিং। কেন উইলিয়ামসন আর রস টেলর রান না পেলেই গোটা দল ভেঙে পড়ছে। বিশ্বকাপে ছন্দে নেই মার্টিন গাপ্টিল, টম ল্যাথামরা। তবে পর পর দুটো ম্যাচে হারের পর ইংরেজদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া গতবারের রানার্সরা।


আরও পড়ুন - ICC World Cup 2019: বাংলাদেশের বিরুদ্ধে হিটম্যানের সেঞ্চুরি! সৌরভকে টপকে বিশ্বকাপে নজির রোহিতের


আট ম্যাচ শেষে নিউ জিল্যান্ডের পয়েন্ট যেখানে ১১, সেখানে সমসংখ্যক ম্যাচ খেলে ইংল্যান্ডের পয়েন্ট ১০। বুধবার যে দল জিতবে সেই দল সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে। তবে যে দল হারবে তাদের অবশ্য বিশ্বকাপে শেষ চারের আশা শেষ হয়ে যাবে না। অঙ্কের সমীকরণে জিইয়ে থাকবে শেষ চারের আশা।