নিজস্ব প্রতিবেদন : ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছিলেন জাহির খান এবং সাগরিকা ঘাটগে। ২৩ নভেম্বর রেজিস্ট্রি সারার পর ডান্সিং পার্টি হোক কিংবা মেহেন্দি কিংবা ঝলমলে রিসেপশন, এক একবার এক একরকম পোশাকে হাজির হয়েছেন জাহির খান-সাগরিকা ঘাটগে। আর এবার রিসেপশনে ফের সবার নজর কাড়লেন জাহির-সাগরিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ধর্মেন্দ্রপুত্র ববি দেওলকে দেখলে চিনতে পারবেন তো!


রিসেপশনে জাহিরকে দেখা যায় নীল রঙের গলা বন্ধগলা কুর্তায় এবং সাগরিকার দেখা মেলে সব্যসাচী মুখার্জির আইভরি এবং ক্রিম রঙের লেহেঙ্গায়।


সোমবার মুম্বইয়ের তাজ কোলাবায় রিসেপশনে একেবারে ঝলমলিয়ে ওঠেন জাহির খান এবং ‘চক দে ইন্ডিয়া গার্ল’। ২২ গজ এবং বলিউডের একাধিক সেলিব্রিটি হাজির হন জাহির-সাগরিকার রিসেপশনে।


দেখুন জাহির-সাগিকার রিসেপশনের সেই ছবি..