ওয়েব ডেস্ক: বিয়ে হয়েছে ১২ ঘণ্টার মধ্যেই টিম হোটেলে। স্ত্রী নিথালি তিকসিনিকে ছেড়ে ক্রিকেটের সঙ্গে হনিমুন সারলেন আকিলা ধনঞ্জয়। কথা দিয়েছিলেন, স্মরণীয় করে রাখবেন হনিমুন। স্ত্রীকে দেওয়া সেই কথা রেখেছেন তিনি। জীবনের সেরা পারফর্মেন্সটা করে ফেললেন এদিনই। শ্রীলঙ্কা ম্যাচ হারলেও মিস্ট্রি স্পিনারের ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৬ উইকেটের পরিসংখ্যান অনেকদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ধনঞ্জয়ের ঘূর্ণির শিকার হয়েছেন ফর্মে থাকা লোকেশ রাহুল, অধিনায়ক বিরাট কোহলি, অলরাউন্ডার হার্দিক সহ আরও ৩। একটা স্পেলেই ভারতীয় ব্যাটিং ধস নামিয়ে দিয়েছিলেন ধনঞ্জয়। ২৩১ রান তাড়া করতে নেমে একটা সময় ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ১৩১। ম্যাচের ব্যাটন শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিলেন আকিলা ধনঞ্জয়। তবে শেষ রক্ষা হয়নি। নিজের দ্বিতীয় স্পেলে এসে সেরকম ভাবে নজর কাড়তে পারেননি এই রহস্য স্পিনার। ভুবনেশ্বর কুমার এবং মহেন্দ্র সিং ধোনির যুগলবন্দি পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে জয় এনে দেয়।