নিজস্ব প্রতিবেদন: পরের বছর ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। কিন্তু দেশে করোনা পরিস্থিতির ক্রমেই উদ্বেগজনক! প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। সাম্প্রতিক পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। এমনই ইঙ্গিত দিলেন ফেডারেশন সচিব কুশল দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


চলতি বছরে ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে। কিন্তু কোনও রকম ঝুঁকি না নিয়ে করোনার কারণে মহিলাদের যুব বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। মে মাসের শুরুতেই ফিফা জানিয়ে দেয়, ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ভারতের মাটিতে বসবে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর।


 


কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার দিকে তাকিয়ে থাকতে হবে ফেডারেশনকেও। সেক্ষেত্রে  অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। যদিও এ নিয়ে নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। পুরো বিষয়টি ফিফার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ফেব্রুয়ারিতে বিশ্বকাপ হলে সেক্ষেত্রে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করতে হবে নভেম্বর মাস থেকে।  



এদিকে অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই মহিলা দলের প্রস্তুতি শিবিরের ভাবনা রয়েছে ফেডারেশনের। গোয়া কিংবা ঝাড়খণ্ডে হতে পারে মহিলা দলের আবাসিক শিবির। আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলেই মহিলা দলের সুইডিশ কোচ এ দেশে চলে আসবেন। তারপরই আবাসিক শিবির শুরু হবে। সেক্ষেত্রেও প্রত্যেকের কোভিড টেস্ট বাধ্যতামূলক। তবে সরকারি নির্দেশিকা মেনেই জাতীয় দলের প্রস্তুতি শিবির আয়োজনের ভাবনা ফেডারেশনের।



আরও পড়ুন - শতবর্ষের বছরেই কি ইস্টবেঙ্গল আইএসএল খেলবে?