ওয়েব ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে ফের জয় পেল ব্রাজিল। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দু নম্বরে স্থান ধরে রাখল ব্রাজিল। ১-১ অবস্থা থেকে দলকে ৭৪ মিনিটে গোল করে জয় এনে দেন সেই নেইমার। অলিম্পিকে সোনা জয়ের পর ব্রাজিলকে বেশ অন্যরকম দেখাচ্ছে।


আরও পড়ুন-প্রথমবার বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে খেলতে নামল এই দেশ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, মেসি মাঠের বাইরে যেতেই আর্জেন্টিনার সেই হতশ্রী অবস্থা প্রকট পেল। সবার শেষে থাকা দুর্বল ভেনেজুয়েলার বিরুদ্ধে ২-২ গোলে আটকে গেল আর্জেন্টিনা। একটা সময় দু গোলে পিছিয়ে হারের মুখে ছিল আর্জেন্টিনা। দলের সম্মান বাঁচান লুকাস প্রাতো ও ওটামেন্ডি।


অন্যদিকে, মেসিদের কাছে হারের পর ফের জয়ে ফিরলেন সুয়ারেজরা। প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে দিল উরুগুয়ে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতাপর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে এখন শীর্ষে উরুগুয়ে (৮ ম্যাচে ১৬ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে ব্রাজিল (৮ ম্যাচে ১৫)। গোল পার্থক্যে তৃতীয় স্থানে আর্জেন্টিনা (১৫ পয়েন্ট)। চতুর্থ স্থানে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দেশ সরাসরি মূলপর্বে খেলবে। পঞ্চম দেশকে খেলতে হবে প্লে অফ। দশটি দেশ রাশিয়া বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে খেলেছে।


অন্যদিকে, ইউরোপে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে হেরে গেল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। প্রথম ম্যাচেই সুইজারল্যান্ড ২-০ গোলে হারিয়ে দিল রোনাল্ডোহীন পর্তুগালকে।