জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে স্বস্তি। সফলভাবে অস্ত্রোপচার (Neymar Operation) সম্পন্ন হওয়ার পর ভালো আছেন নেইমার (Neymar)। তেমনটাই জানিয়েছে তাঁর ক্লাব প্যারিস সাঁ জাঁ (Paris Saint-Germain)। তবে ব্রাজিলের (Brazil) পোস্টার বয় কবে মাঠে ফিরবেন, সেটা নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি পিএসজি (PSG)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরিয়ারে একটা বড় সময় চোটের কারণে ভুগেছেন নেইমার। সেটা জাতীয় দলের ক্ষেত্রেই হোক কিংবা ক্লাব ফুটবল। চলতি মরসুমেও চ্য়াম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে পিএসজির। এর মধ্যে বড় ধাক্কা ছিল নেইমারের চোটও। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলের বিরুদ্ধে লিগামেন্টে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন। তাই ফের একবার তাঁকে অস্ত্রোপচার করাতে হল। 




আরও পড়ুন: Lionel Messi, Champions League 2023: খেলার মাঠেই প্রাণে বাঁচলেন মেসি! ভিডিয়ো হল ভাইরাল


আরও পড়ুন: UEFA Champions League 2023: টিমগেমের উপর ভর করে মেসির দলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল বায়ার্ন


শুক্রবার অর্থাৎ ১০ মার্চ ক্লাবের তরফ থেকে চিকিৎসকদের সঙ্গে নেইমারের ছবি পোস্ট করা হয়েছে। এবং এক বিবৃতিতে লেখা হয়েছে, 'দোহায় পিটার হজ ও রদ্রিগো ল্যাসমার সফলভাবে নেইমারের অস্ত্রোপচার করেছেন। এখন অনেকটা সুস্থ আছেন। নেইমারের এবার প্রক্রিয়া মেনে রিহ্য়াব চলবে।' চ্যাম্পিয়ন্স লিগে এ মরসুমে দৌড় শেষ হলেও ঘরোয়া লিগ জেতার সুযোগ রয়েছে পিএসজির সামনে। যদিও এ মরসুমে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। যদিও নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, 'আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।' 


গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে লিগ ওয়ানের খেলায় গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। চোটের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। পিএসজি বনাম লিলের ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা তখন সবে শুরু হয়েছে। ঠিক এমন সময় নেইমারের গোড়ালিতে ফাউল করেন লিলের বেঞ্জামিন আন্দ্রে। এরপর রেফারি ম্যাচ শুরু করে দিলেও দেখা যায় নেইমার গুরুতর আহত। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই চোটের পর আর মাঠে নামতে পারেননি তিনি। আর এবার তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)