ওয়েব ডেস্ক: জাপানি বোমা। ইউএস ওপেনে হিসেবে গোলমাল হয়ে গেল। এবারের টুর্নামেন্টে ফেভারিট স্কটিশ অ্যান্ডি মারেকে কোয়ার্টারে ফাইনালে হারিয়ে চমকে দিলেন জাপানের কেই নিশিকোরি। জাপানের তারকা যে অঘটন ঘটাতে চলেছেন তা কিছুতেই বোঝা যায়নি। ১-৬ প্রথম সেটে হারের পর যেভাবে অলিম্পিকে সোনাজয়ীর বিরুদ্ধে ম্যাচ বের করলেন সেটা সত্যিই শিক্ষনীয়। পঞ্চম সেটে দারুণ লড়াই হল।


আরও পড়ুন- নাদালকে হারানোর পর কী হল লুকাসের!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নার্ভ ধরে রেখে, মারের ভুলকে দারুণভাবে কাজে লাগিয়ে ৭-৫ সেট বের করে সেমিতে উঠলেন। এবার নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল উঠলেন। দু বছর আগে এই ইউএস ওপেনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন নিশিকোরি। অবশ্য সেবার ফাইনালে মার্লিন চিলিচের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন।   


অনেকে ধরেই নিয়েছিলেন পুরুষদের সিঙ্গলসের ফাইনালে জকোভিচ-মারে ম্যাচ সময়ের অপেক্ষা। কিন্তু সব হিসেব উল্টে দিলেন নিশিকোরি।