নিজস্ব প্রতিবেদন:  উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় নাম নেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১০ সালের পর প্রথমবার মেসি-রোনাল্ডো বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৯-২০ মরশুমের সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, বায়ার্ন মিউনিখের পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি এবং বায়ার্ন মিউনিখের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার।



পয়লা অক্টোবর সুইত্জারল্যান্ডের নিওনে উয়েফার বর্ষসেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। একই সঙ্গে ২০২০-২১ মরশুমের চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র অনুষ্ঠিত হবে ওই দিনে।



২০১০ সালের পর তিনবার রোনাল্ডো এবং দুবার লিওনেল মেসি উয়েফার বর্ষসেরা হয়েছেন। এবার উয়েফার বর্ষসেরার তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।


 


আরও পড়ুন - ওয়াংখেড়েতে ধোনির বিশ্বকাপ জেতানো ছক্কার সেই বল খুঁজে দেবেন সুনীল গাভাসকর!