নিজস্ব প্রতিবেদন: ৩১ জুলাই থেকে সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টে যোগ দিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, সেলেব্রিটি বলে কথা!  তাঁর নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে না তো সেনাবাহিনী? বৈদ্যুতিন মাধ্যমের এক সাংবাদিক প্রশ্ন করেন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে। হাসিমুখে জবাব দেন সেনাপ্রধান। বলেন, 'ধোনিকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। তিনি নিজেই দেশবাসীকে সুরক্ষা দিতে সক্ষম।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট সেনাবাহিনীর প্যারাস্যুট রেজিমেন্টে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের আগে সেনাবাহিনীতে কয়েকদিন কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। বিশ্বকাপ শেষে প্যারাস্যুট রেজিমেন্টে যোগ দিয়েছেন তিনি। তাঁর পোস্টিং কাশ্মীরে। ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়ানে(প্যারা) রয়েছেন মাহি। অন্যান্য সেনা জওয়ানদের মতোই ধোনিও টহলদারি এবং পাহারা দেওয়ার কাজ করবেন। ২ মাস জওয়ানের মতোই জীবন কাটাবেন।


কিন্তু মহেন্দ্র সিং ধোনি বলে কথা। এমন হেভিওয়েট ভিআইপি-কে সুরক্ষা দিতে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে না তো? প্রশ্ন শুনে হালকা হাসলেন সেনা প্রধান। তিনি বলেন,'সেনাবাহিনীর সমস্ত ট্রেনিং নিয়েছেন উনি। যোগ্য না হলে কেউ সেনাবাহিনীতে কাজ করতে পারেন না। সেনার অংশ হিসাবে দেশবাসীকে সুরক্ষা প্রদান করবেন তিনি।'


প্রসঙ্গত, ২০১১ সালে ধোনিকে প্যারাস্যুট রেজিমেন্টের লেফটেনেন্টে কর্নেল পদে সম্মানিত করে ভারতীয় সেনা। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়ে সেনায় যোগ দিয়েছেন ধোনি। অবসরের জল্পনা জিইয়ে রেখে এমএসডি ঘোষণা করেন, আগামী ২ মাস ক্রিকেট থেকে ছুটি নেবেন। ব্যস্ত থাকবেন আর্মির প্যারাস্যুট রেজিমেন্টের বিশেষ প্রশিক্ষণে।


আরও পড়ুন- ব্যর্থতা থেকেই আমি জীবনে শিক্ষা নিয়েছি: বিরাট কোহলি