নিজস্ব প্রতিবেদন- আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্ট চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকশূন্য অবস্থাতেই হবে বলে জানালো তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থার সচিব আর এস রামাস্বামী বলেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্দেশ অনুযায়ীই তারা চলছেন। করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেই জন্যই এই ব্যবস্থা বলে জানালেন তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। করোনার কারণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” মন্তব্য করেন রামাস্বামী। জানুয়ারির ২০ তারিখ একটি বিবৃতির মাধ্যমে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যদের জানানো হয় যে বিসিসিআইয়ের নির্দেশেই দর্শকশূন্য মাঠে খেলার আয়োজন করা হবে। কোভিড আবহে খেলোয়াড়দের সুরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না বলেই মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না বলে জানানো হয়েছে এই বিবৃতিতে।


আরও পড়ুন-  নিজেকে নিজেই দামি উপহার দিলেন অস্ট্রেলিয়া সফরের আবিষ্কার Mohammed Siraj


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম Test শুরু হবে ৫ই ফেব্রুয়ারি ও দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ই ফেব্রুয়ারি। ২৭শে জানুয়ারির মধ্যেই দুটি দল চেন্নাই পৌছবে এবং প্রথম দফার করোনা পরীক্ষার পরে বায়ো বাবলে প্রবেশ করবে দুই দল।