নিজস্ব প্রতিবেদন: কয়েক মাসের মধ্যে জোড়া স্বপ্নভঙ্গ! তাও একেবারে তীরে এসে তরী ডুবেছে নোভাক জকোভিচের (Novak Djokovic)। টোকিও অলিম্পিক্সে বিশ্বের দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে গোল্ডেন স্ল্যাম হাতছাড়া হয়েছে সার্বিয়ান সুপারস্টারের। এরপর ক্যালেন্ডার স্ল্যাম স্পর্শ করতে পারলেন না তিনি। দানিল মেদভেদেভের কাছে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল হেরে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ও সর্বকালের অন্যতম সেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: Jude Bellingham: উড়ে আসা বিয়ারের গ্লাসে ফুটবলারের চুমুক! দেখুন ভাইরাল ভিডিয়ো


জকোভিচের ওপর ছিল ভয়ঙ্কর প্রত্যাশার চাপ। কিন্তু বারবার সেই চাপের সামনে ভেঙে পড়লেন তিনি। এবার আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। ম্যাচের মাঝেই বিশ্রাম নেওয়ার সময় দেখা গেল জকোভিচ তোয়ালেতে মুখ লুকিয়ে অঝোরে কাঁদছেন। ম্যাচের পরেও টেনিসের মহাতারকা এভাবেই চোখের জল ফেলেছেন। যে দৃশ্য কার্যত ভাবা যায় না। আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদের সামনে জকোভিচ যে এভাবে অসহায় আত্মসমপর্ণ করবেন তা ভাবতেও পারেননি তাঁর ফ্যানেরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee "24 Ghanta App)