জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি উইম্বলডনের সেমিফাইনালে শুরুটা দারুণ মেজাজে করেছিলেন। কিন্তু ফর্ম ধরে রাখতে পারলেন কোথায়! ক্যামেরুন নরি প্রথম সেটে দাপট দেখিয়ে জিতলেও, লাগাতার তিন সেট জিতে ২১তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্য নিয়ে ফের একবার ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ। খেলার ফলাফল জোকারের পক্ষে। ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। মেগা ফাইনালে সার্বিয়ান তারকার প্রতিপক্ষ নিক কিরগিয়স। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনালের মতো এ বার সেমি ফাইনালেও সেই এক চিত্র। প্রতি ম্যাচেই প্রথম সেট হারছেন জোকোভিচ। এরপর করছেন দুরন্ত কামব্যাক। প্রথম সেটে বেশ কিছু ভুল করলেও,দ্বিতীয় সেটে আরও ভয়ঙ্কর মেজাজে ধরা দিলেন সার্বিয়ান তারকা। অবশ্য নরিও লড়াই চালাচ্ছিলেন। জোকোভিচ এবং নরি দু’জনেই নিজেদের প্রথম তিনটি সার্ভ ধরে রাখেন। নরিকে চতুর্থ সার্ভে ভেঙে দেন জোকোভিচ। নিজের সার্ভ ধরে রেখে সেটে পকেটে পুরে ম্যাচে সমতা ফেরান। ম্যাচে ফিরে আত্মবিশ্বাস এক লাফে অনেকটাই বেড়ে যায় সার্বিয়ার তারকার। পরের দু’টি সেটে সেটা সহজেই বোঝা গেল।



দ্বিতীয় ও তৃতীয় সেট নিজের মেজাজে জেতার পর নরি আর পেরে উঠলেন না। ছয়বার উইম্বলডন জয়ী জোকার পুরোপুরি ছন্দ পেয়ে সহজেই নিজের পরের দু’টি সার্ভ ধরে রেখে ম্যাচ পকেটে পুরে নেন তিনি।



চতুর্থ সেটের শুরুটাও একই রকম ভাবে হয়। প্রথম গেমেই নরিকে ভেঙে এগিয়ে যান জোকোভিচ। নরির দুর্বল ব্যাকহ্যান্ড এবং ততোধিক দুর্বল ফোরহ্যান্ড জোকোভিচকে এগিয়ে দেয়। সেখান থেকে আর ব্রেক করার দরকার হয়নি। নরিকে এর পর আর ম্যাচে ফিরতে দেননি জোকোভিচ।


রাফায়েল নাদাল চোটের জন্য আগেই সরে গিয়েছেন। ফলে ওয়াক ওভার পেয়ে ফাইনালে চলে গিয়েছিলেন নিক কিরগিয়স। তাঁর বিরুদ্ধে রবিবার (১০ জুলাই) ২১তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে সেন্টার কোর্টে নামবেন সার্বিয়ান তারকা। 


আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: ঠান্ডা লড়াই, সৌরভকে উপেক্ষা করে দূরত্ব বজায় রাখলেন বিরাট, ঋদ্ধি!


আরও পড়ুন: Wimbledon 2022: ফাইনালে নামার আগে চোটে জর্জরিত রাফাকে নিয়ে কী বার্তা দিলেন কিরগিয়স?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)