Rod Laver থেকে Roger Federer, শুভেচ্ছায় ভাসছেন Novak Djokovic
জকোভিচ ২০১১ সালে প্রথম উইম্বলডন জেতেন।
নিজস্ব প্রতিবেদন: কেরিয়ারের ৬ নম্বর উইন্বলডন খেতাব জেতার সঙ্গেই নোভাক জকোভিচের ঝুলিতে চলে এল ২০ নম্বর গ্র্যান্ড স্লাম। রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে জকোভিচও হয়ে গেলেন পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্নাম জয়ের মালিক। জকোভিচ শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন টুইটারে। রড লেভার থেকে ফেডেরার, সিমোনা হালেপ থেকে সচিন তেন্ডুলকর। সকলেই মজে আছেন জকোভিচে।
যে কিংবদন্তি ফেডেরারকে এদিন জকোভিচ স্পর্শ করেছেন সেই ফেডেরার টুইটারে লিখলেন, "২০ তম মেজরের জন্য নোভাক তোমাকে শুভেচ্ছা। আমি গর্বিত টেনিস চ্যাম্পিয়নদের সঙ্গে এই বিশেষ যুগে খেলার জন্য। অসাধারণ পারফরম্যান্স। ওয়েল ডান!" দেখতে গেলে ফেডেরারের ভবিষ্যদ্বাণীই মিলেছে। ফেডেরার উইম্বলডনে নেমেই জানিয়ে ছিলেন যে, এবার জকোভিচই চ্যাম্পিয়ন হবেন। আর সেটাই হলো বাস্তবে।
জকোভিচ ২০১১ সালে প্রথম উইম্বলডন জেতেন, এরপর ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ এর পর ২০২১ সালে টেনিসের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট জিতলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)