জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের আবহে বাংলায় ভূমিষ্ঠ হল বেঙ্গল প্রো টি-২০ লিগ| পুরুষ এবং মহিলাদের আট দল নিয়ে মোট ১৬ দলীয় টুর্নামেন্টে। কথায় বলে মঙ্গলে ঊষা, বুধে পা| মঙ্গলবারই জমকালো উদ্বোধনে ক্রিকেটের নন্দনকাননে বঙ্গ টি-২০ লিগের বোধন হয়ে গেল|  ১১ তারিখ থেকে, চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Virender Sehwag On Shakib Al Hasan: 'সাকিব তুমি বাংলাদেশি, হেডেন বা গিলক্রিস্ট নও, লজ্জায় অবসর নাও এবার'


এদিন সাতটা থেকে একটাই ম্যাচ রাখা হয়েছিল| শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মণ্ডসের খেলার আগে সিএবি কিন্তু আইপিএলের ধাঁচে রেখেছিল দুরন্ত সান্ধ্য উদ্বোধনী অনুষ্ঠান| ছেলেদের লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়| মেয়েদের লিগের মুখ হয়েছেন ঝুলন গোস্বামী|  সৌরভ আমেরিকায় থাকায় আসতে পারেননি তবে ঝুলন ট্রফি নিয়ে আসেন|  একে একে ১৬ দলকেও ডেকে নেওয়া হয় মাঠে| এরপর ড্রামস ব্যান্ডের তালে দুলে ওঠে ইডেন| তারপরেই মাঠে আসেন অভিনেতা জিৎ ও রুক্মিণী| সদ্যই তাঁদের নতুন ছবি 'বুমেরাং' মুক্তি পেয়েছে| সেই ছবিরই কয়েক'টি গানে তাঁরা কোমর দুলিয়ে ইডেনে আগত দর্শকদের মন জয় করে নেন| এরপরেই মঞ্চে আগুন জ্বালেন বলি নায়িকা নুসরত ভারুচা| মুম্বই থেকে উড়ে আসা শিল্পী মিনিট পনেরো পারফর্ম করে ঝড় তুললেন গঙ্গাপারের ক্রিকেট স্টেডিয়ামে| স্বল্পবসনা সুন্দরীর শরীরী হিল্লোল যেন আলাদাই কথা বলল মঙ্গল সন্ধ্যায়| সার্বিক ভাবে সিএবি-র প্রয়াসে এবং প্রচারে কোনও ত্রুটি ছিল না| বাকিটা উত্তর দেবে সময়| 


আগামিকাল থেকে প্রত্যেক দিন দু’টি করে ম্যাচ হবে প্রো টি-২০ লিগে| দর্শকরা কোনও খরচ না করেই এই টুর্নামেন্ট দেখতে পারবেন|  একেবারে আইপিএলের ধাঁচেই ড্রাফটিংয়ের ক্রিকেটারদের নেওয়া হয়েছে। রয়েছেন একজন করে আইকন ক্রিকেটারও| শিলিগুড়ির হয়ে খেলছেন আকাশদীপ। অন্যদিকে হারবার পেয়েছে আইকন হিসেবে বাংলার প্রাক্তন কিংবদন্তি মনোজ তিওয়ারিকে| গতবছর অবসর নিলেও, সিএবির অনুরোধেই তিনি এই লিগে মনোজ। হারবার ডায়মন্ডস দলের নেতৃত্বে মনোজই| অন্যদিকে আকাশদীপ আইকন হলেও শিলিগুড়ি স্ট্রাইকার্সের নেতা ঋত্বিক রায়চৌধুরী।


আরও পড়ুন:  T20 World Cup 2024: DRS বিতর্কে মহাপ্রলয় বিশ্বকাপে, প্রযুক্তিই রুখে দিল পদ্মাপারের জয়? উঠছে প্রশ্ন



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)