নিজস্ব প্রতিবেদন: ২৮ দিনে ৪৪ ম্যাচের শেষে ১৪ দল বিদায় নিয়েছে টি-২০ বিশ্বকাপ থেকে (T20 World Cup 2021) । নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে রবিবাসরীয় ফাইনাল খেলছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া (NZ vs AUS)। বিশ্বযুদ্ধের খেতাবি লড়াইয়ে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Babar Azam: খুদের চিঠি পেয়ে তাকে 'ভাবী ক্যাপ্টেন' সম্বোধন! হৃদয়ে রাজ করলেন বাবর


দুবাইয়ে টস জিতে ফিঞ্চ বাহিনী ব্যাট করতে পাঠিয়েছেন কেনেদের। সারা বিশ্বের ক্রিকেট ফ্যানরাই চোখ রেখেছেন এই ম্যাচে। তালিকায় আছেন দেশের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। যুবি ম্যাচের ভবিষ্য়দ্বাণী করে ফেলেছেন। তিনি বলছেন  নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া (NZ vs AUS) মহারণ জিতবে কেন অ্যান্ড কোং। চ্যাম্পিয়ন হচ্ছে নিউজিল্যান্ডই। পঞ্জাব পুত্তর টসের পর ট্যুইট করে লেখেন, "আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড জিতবে। আপনাদের কী মনে হচ্ছে ?"


২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ। এরপর তাঁকে গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি (GT20 Canada)লিগ ছাড়াও চলতি বছর রোড সেফটি সিরিজে খেলতে দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে আগামী বছর ফের গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নামতে পারেন তিনি। নিয়মিত ক্রিকেটের আপডেট রাখেন যুবি। ফলো করেন ফুটবলও। ২০০৭ -এ অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে যুবির এক ওভারে ছয় ছক্কা হাঁকানো আজ চলমান ইতিহাস হয়ে গিয়েছে। সেবার ভারত কুড়ি ওভারের বিশ্বকাপও জেতে। যুবারজ নিজের জাত চিনিয়ে ছিলেন। এর চার বছর পর এমএস ধোনির ভারত ৫০ ওভারের বিশ্বকাপও জেতে। টুর্নামেন্টের সেরা হন যুবরাজ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)