নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছাঁটাই করল কোচ ওলে গানার সোলসারকে (Ole Gunnar Solskjaer)। ইংলিশ প্রিমিয়র লিগের ঐতিহ্যবাহী ক্লাব বিবৃতি দিয়ে জানিয়ে দিল সোলসার বিদায়ের কথা। তারা লিখেছে, "আক্ষেপের সঙ্গেই জানানো হচ্ছে যে, এই কঠিন সিদ্ধান্তে আসতে হল আমাদের।" ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচের মেয়াদ যে ফুরিয়ে এসেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ওয়ার্টফোর্ডের কাছে শনিবার ৪-১ গোলে হারার পরের সোলসারের বিদায়ঘণ্টা বেজে গেল। সোলসারের কোচিংয়ে প্রিমিয়র লিগে শেষ সাত ম্যাচের মধ্যে ম্যান ইউ জিতেছে মাত্র ১ ম্যাচ। এই মুহূর্তে 'রেড ডেভিলস' লিগ তালিকায় সাত নম্বরে। ফার্স্ট বয় চেলসির থেকে ১২ পয়েন্টে পিছিয়ে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ISL 2021-22: কোথায়, কখন কীভাবে দেখবেন SC East Bengal vs Jamshedpur FC ম্যাচ?


আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ভিয়ারিয়ালের বিরুদ্ধে খেলবে ম্যান ইউ। সেই ম্যাচে প্রথম দলের কোচ মিশেল ক্য়ারিক দায়িত্ব সামলাবেন অস্থায়ী কোচ হিসাবে। ভিয়ারিয়ালের পর ম্য়াঞ্চেস্টার খেলবে চেলসি ও আর্সেনালের বিরুদ্ধে। ৪৮ বছরের সোলসার ২০১৮ সালের ডিসেম্বরে ম্যান ইউয়ের দায়িত্ব নিয়েছিলেন অর্ন্তবর্তী কোচ হিসাবে। হোসে মোরিনহোর জায়গায় তিনি আসেন। পরের বছর মার্চে ক্লাব তাঁকে পূর্ণ দায়িত্ব সঁপে দেয় তিন বছরের চুক্তিতে। গত জুলাইয়ে সোলসারের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি হয় সোলসারের। কিন্তু হতশ্রী পারফরম্য়ান্সের জন্যই চাকরি হারালেন তিনি। শোনা যাচ্ছে জিনেদিন জিদান নাকি রোনাল্ডোদের মাথায় আসতে পারেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)