জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটে এতদিন এক ওভারে ছয় ছক্কার ইতিহাস রয়েছে। অনেকেই এই কৃতিত্ব অর্জন করেছেন। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেট, মোট ১০বার এমন ঘটনা সবার নজরে এসেছে। তবে এক ওভারে ছয়টি উইকেট নিয়ে বিশেষ রেকর্ড গড়ল মাত্র ১২ বছরের অলিভার ওয়াইটহাউস (Oliver Whitehouse)! খবরটা পড়লে অনেকে চমকে গেলেও, এটাই কিন্তু সত্যি। ডাবল হ্যাটট্রিক করে শিরোনাম আদায় করে নিয়েছে ইংল্যান্ডের (England) মাইনর কাউন্টি (Minor County) ক্রিকেটের এক খুদে বোলার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একই ওভারে দু’টি হ্যাটট্রিক! ছয় উইকেট! দ্বিতীয় বোলার হিসাবে এই নজির গড়ল ১২ বছরের অলিভার। ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের (Bromsgrove Cricket Club) হয়ে কুকহিলের (Cookhill) বিরুদ্ধে এক ওভারে ছয় উইকেট নিয়েছে হোয়াইটহাউস। 


এমন কীর্তি গড়ে অলিভারের প্রতিক্রিয়া, "এমন একটা নজির মাত্র ১২ বছর বয়সে গড়ে দেব, ভাবতেও পারছি না। আমার কাছে গোটা ব্যাপারটা অবিশ্বাস্য।" অলিভার কপালে চোখ তুলে দেওয়া পারফরম্যান্স করলেও, এতে অবাক হওয়ার কিছুই নেই। কারণ অলিভারের ঠাকুমা ১৯৬৯ সালে  উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন। ফলে তাঁর নাতি যে এমন সাফল্য পাবেন সেটাই তো স্বাভাবিক।  




ছেলের এমন পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন অলিভারের মা পিপা ওয়াইটহাউস। রেকর্ড গড়া ম্যাচ শেষ হতেই মাঠে নেমে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। পরে তাঁর প্রতিক্রিয়া, "নিজের ছেলের জন্য গর্বিত। প্রতিটি উইকেট নেওয়ার পর অলিভারের মুখের হাসি দেখে দারুণ অনুভূতি হচ্ছিল। অসাধারণ একটা ম্যাচ দেখলাম।" 


আরও পড়ুন: Ambati Rayudu: ফের একবার হলুদ জার্সি গায়ে চাপিয়ে ফিরছেন আইপিএল জয়ী ব্যাটার


আরও পড়ুন: Rohit Sharma: মেয়ে-বউকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে জলে ডুব দিলেন রোহিত! কিন্তু কী এমন ঘটল?



ব্রমসগ্রোভ ক্লাবের কোচ জ্যাডেন লেভিট বলেছেন, "অলিভার করেছে, সেটা আমরা ভাবতেই পারি না। আমার মনে হয়, অনেক বয়সের পরেও বুঝতে পারবে না কী করেছে ও।" 


যদিও প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেড কেরি। ২০১৭ সালে গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে পূর্ব ব্যালারাটের বিরুদ্ধে এক ওভারে ছয় উইকেট নিয়েছিলেন। ক্রিকেটের ইতিহাসে এক ওভারে কোনও বোলারের ছয় উইকেট নেওয়ার ঘটনা সেই প্রথম।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)