ওয়েব ডেস্ক: এবার রিও অলিম্পিকে ইতিহাস গড়েছেন তিনি। অলিম্পিকের ব্যাডমিন্টন ইভেন্ট থেকে তিনি জিতেছেন রুপোর পদক। না, তাঁর আগে এর আগে অলিম্পিক থেকে ব্যাডমিন্টন খেলায় রুপোর পদক জিততে পারেননি কোনও ভারতীয় খেলোয়াড়। তাই  দেশে ফেরার পর থেকে শুভেচ্ছা আর সম্বর্ধনার ঢেউয়ে ভেসে গিয়েছেন পিভি সিন্ধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাংলাদেশে গুলশন হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ তিন জঙ্গি খতম


সামান্য অবসর মিলতেই হায়দরাবাদের লাল দরওয়াজায় পুজো দিলেন পি ভি সিন্ধু। সঙ্গে ছিল রিও অলিম্পিকে জেতা রূপোর পদক। নিষ্ঠা ভরে, যাবতীয় আচার মেনে সিংহবাহিনী মহাকালী মন্দিরে পুজো দিলেন ভারতীয় এই শাটলার। সিন্ধু ধরা দিলেন একেবারে অন্য রূপে।


আরও পড়ুন  ক্যাম্পাসের ভিতরে সাদা পোশাকের পুলিস মোতায়েন করতে হবে, তবেই কলেজ চালানো সম্ভব!