জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবন যে বড়ই অনিশ্চিত! মৃত্যু কখন কার দুয়ারে, কে জানে! মাত্র ৩২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট টোরি বউয়ি (Tori Bowie)। সোনা-সহ অলিম্পিক্সে তিনটি পদক টোরির ঝুলিতে। গত মঙ্গলবার (২ এপ্রিল) ফ্লোরিডাতে নিজের বাড়িতে তাঁর দেহ পাওয়া গিয়েছে। টোরির ম্যানেজমেন্ট কোম্পানি তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ এখনও অজানা। আইকন ম্যানেজমেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, 'আমরা একজন ক্লায়েন্ট, প্রিয় বন্ধু, মেয়ে এবং বোনকে হারালাম। টোরি একজন চ্যাম্পিয়ন ছিলেন। খুব উজ্জ্বল হয়ে জ্বলেছিল যে আলো! আমাদের হৃদয় সত্যিই ভেঙে গিয়েছে। আমাদের প্রার্থনা রইল ওর পরিবার, বন্ধুবান্ধব এবং যাঁরা টোরিকে ভালবাসত তাঁদের সঙ্গে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনVirender Sehwag: 'বাচ্চারাও বোঝে বেন স্টোকসের মানে, ব্যান করলে এসব আর মাঠে হবে না!'



বেশ কয়েকদিন ধরেই টোরির কোনও খোঁজখবর ছিল না। না তাঁকে দেখা যাচ্ছিল, না তাঁর ব্য়াপারে কিছু জানা যাচ্ছিল। স্থানীয় প্রশাসন টোরির খোঁজ করতে গিয়েই দেহ উদ্ধার করে। তবে টোরির শরীরে কোনও আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি। ২০১৬ রিও অলিম্পিক্সে টোরি তিনটি পদক পেয়েছিলেন। ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন টোরি। রুপো এসেছিল ১০০ মিটার রিলেতে এবং ব্রোঞ্জ জেতেন ২০০ মিটার দৌড়ে। ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেট্রিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে চতুর্থ হয়েছিলেন টোরি। ২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে টোরি  ৪x১০০ মিটার ও ১০০ মিটারে সোনা জিতেছিলেন। ২০২২ সালে শেষবার আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টোরি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায়।