ওয়েব ডেস্ক: শুরু থেকেই নানান ঝঞ্ঝাটে অলিম্পিকের প্রস্তুতিতে ঘটেছিল ব্যাঘাত। কখনও জিকা ভাইরাসের মতো জীবন-মরণের ভয়। কখনও বা তৃতীয় বিশ্বের দেশের যেমন অসুবিধা হয়, সেরকমই আর কী! এছাড়াও সমস্যার একটা অন্যতম কারণ ছিল আর্থিক অভাব। গেমস ভিলেজ থেকে স্টেডিয়াম সব জায়গারই কাজ বাকী। রাজনৈতিক ও অর্থনৈতিক নানান টানা পোড়েনের জন্য এই কাজ বাকী রয়েছে। এই কাজ শেষ করতে এই মূহুর্তে যুদ্ধকালীন ততপরতা ব্রাজিলে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাই লক্ষ্য সাওপাওলোর ১৫০ পর্বতারোহীর!


পাশাপাশি গেমস ভিলেজ থেকে স্টেডিয়ামে অ্যাথলিটদের পৌছে দেওয়াটাও এখন চ্যালেঞ্জ ব্রাজিল সরকারের।সঙ্গে প্রায় দশ হাজার সমর্থকের ট্রান্সপোর্টের ব্যবস্থাও করতে হবে।


আরও পড়ুন  বিদেশের মাটিতে তিনটি শতরান করে নজির গড়লেন লোকেশ রাহুল