গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাই লক্ষ্য সাওপাওলোর ১৫০ পর্বতারোহীর!

অলিম্পিকের আগে অলিম্পিক নিয়েই নতুন রেকর্ড করতে তৈরি হচ্ছেন এক ঝাঁক পর্বতারোহীর। হ্যাঁ, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাই লক্ষ্য সাওপাওলোর দেড়শো পর্বতারোহীর। আসন্ন রিও অলিম্পিকের পাঁচটি রিং তৈরি করেছেন এই পর্বতারোহীরা। সুমারে ব্রিজের উপর থেকে ঝুলে থাকা অবস্থায় তাঁরা এই রিং তৈরি করেছেন।

Updated By: Aug 1, 2016, 07:37 PM IST
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাই লক্ষ্য সাওপাওলোর ১৫০ পর্বতারোহীর!

ওয়েব ডেস্ক: অলিম্পিকের আগে অলিম্পিক নিয়েই নতুন রেকর্ড করতে তৈরি হচ্ছেন এক ঝাঁক পর্বতারোহীর। হ্যাঁ, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাই লক্ষ্য সাওপাওলোর দেড়শো পর্বতারোহীর। আসন্ন রিও অলিম্পিকের পাঁচটি রিং তৈরি করেছেন এই পর্বতারোহীরা। সুমারে ব্রিজের উপর থেকে ঝুলে থাকা অবস্থায় তাঁরা এই রিং তৈরি করেছেন।

আরও পড়ুন বিদেশের মাটিতে তিনটি শতরান করে নজির গড়লেন লোকেশ রাহুল

প্রতিটি রিংয়ে রঙিন পোষাক পরা চব্বিশ জন করে আছেন। তাঁদের পোষাক রিংগুলির রংয়ে রাঙায়িত। চল্লিশ মিনিট ঝুলে থেকে ঐতিহ্যবাহী অলিম্পিকের রিং তৈরি করে রীতিমত নজির গড়ে ফেলছেন এই পর্বতারোহীরা। যা দেখে অভিনন্দন জানাচ্ছেন এবং চমকে যাচ্ছেন সবাই!

আরও পড়ুন  মঙ্গলবার মুম্বইয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ওয়ার্কিং কমিটির বৈঠক বিসিসিআই কর্তাদের

.