ওয়েব ডেস্ক: নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন অলিম্পিয়ান রাজ্যবর্ধন সিং রাঠোড়। বিজয় গোয়েলের জায়গায় এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হলেন তিনি। ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে তরুণদের সুযোগ দেওয়াই তাঁর লক্ষ্য। এর আগে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ছিলেন রাঠোড়। কিন্তু, এবার তিনি ক্রীড়ামন্ত্রী হওয়ায় সকলেই বলছেন, ভাল হল। কারণ, রাঠোড় নিজে একজন ক্রীড়াব্যক্তিত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতীয় দলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর


দেশের হয়ে অলিম্পিকেও সফল তিনি। এথেন্স অলিম্পিকে শুটিং থেকে পদক জিতেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় দেশের হয়ে পদক জিতেছেন তিনি। তাই, তাঁর মতো ব্যক্তিত্ব ক্রীড়ামন্ত্রী হয়েছেন বলে, খুশির হাওয়া, দেশের ক্রীড়ামহলে। ইতিমধ্যে অনেকে ক্রীড়াবিদই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।


আরও পড়ুন  টেস্ট সিরিজের পর একদিনের ম্যাচের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করল ভারত