ওয়েব ডেস্ক: একেবারে ছোট্ট একটা দেশের হয়ে প্রথম সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন মোনিকা পুইগ। রিও অলিম্পিকে টেনিস মহিলাদের সিঙ্গলসে পুয়ের্তো রিকোর হয়ে প্রথম সোনা জিতে ইতিহাস গড়েছেন ২২ বছরের মোনিকা। অথচ অলিম্পিক শুরু আগে সোনা জেতার ব্যাপারে একেবারও তার নাম ওঠেনি। মোনিকার এ হেন ঐতিহাসিক, অপ্রত্যাশিত সোনা জয় তাঁকে নিয়ে আলাদা উত্‍সাহ তৈরি করেছে।


আরও পড়ুন- রিও অলিম্পিক নিয়ে এসব তথ্যগুলো জানেন


রিওয় সোনা জিতেই মোনিকা নেমেছিলেন ইউএস ওপেনে। সবার চোখ ছিল ছোট্ট দেশের ঐতিহাসিক সোনাজয়ীর দিকে। কিন্তু হতাশ করলেন মোনিকা। ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন মোনিকা। টুর্নামেন্টের ৩২ তম বাছাই মোনিকাকে স্ট্রেট সেটে হারলেন ৬১ তম বাছাই চিনের ঝেং সাইসাইয়ের বিরুদ্ধে। ম্যাচের ফল ৬-৪,৬-২। অথচ মোনিকাকে এবারের ইউ এস ওপেন জয়ের ব্যাপারে ফেভারিট মনে করা হচ্ছিল। মোনিকার এ হেন ফলে হতাশ সবাই। সত্যিই তো এত বড় ইতিহাসের পর এমন হার মানায়?