নিজস্ব প্রতিবেদন: ২৮ ডিসেম্বর দিনটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে রেডলেটার ডে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দিনই নিজের ৩০তম শতরানটি করে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের (Don Bradman) সব চেয়ে বেশি শতরানের রেকর্ড ভেঙেছিলেন ভারতীয় ক্রিকেটের 'অরিজিনাল লিটল মাস্টার' সুনীল মনোহর গাভাসকার (Sunil Gavaskar)। 


১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজে) সুনীল এই অতুল কীর্তি অর্জন করেছিলেন।


সুনীল মোট ৩৪টি টেস্ট শতরান করেছিলেন। যে রেকর্ড ২০০৫ সাল পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। যা ভাঙেন পরবর্তী ভারতীয় লিটল মাস্টার সচিন তেন্ডুলকর। সেদিনের চেন্নাইয়ের ম্যাচে গাভাসকার করেছিলেন ২৩৬ রান (নট আউট)। যা ২০০১ সাল পর্যন্ত যে কোনও ভারতীয়ের করা ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড হিসাবে অক্ষুণ্ণ ছিল। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভিএস লক্ষ্মণ ২৮১ রান করে এটি ভেঙেছিলেন।  


গাভাসকারের যুগে বিশ্ব ক্রিকেটে একমাত্র ধ্রুবতারা ছিলেন ব্র্যাডম্যান। তাঁর গড় তো অপরাজেয়। কিন্তু তাঁর মোট রান বা তাঁর মোট শতরান, দ্বিশত রান-- এগুলিই তখন একে একে ভেঙে ভেঙে বিশ্বক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করছিলেন সেই প্রজন্মের ক্রিকেটাররা। সেই হিসাবে সুনীলের এই কীর্তি ভারতীয় ক্রিকেটকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিল। 


Also Read:  Boxing Day Test: অ্যাডিলেডের লজ্জাজনক হার ভুলে মেলবোর্নে জয়ের গন্ধ পাচ্ছে Team India