নিজস্ব প্রতিবেদন:  ক্রিকেটের মহাতীর্থ - লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানোর সেই ছবি!! ১৮ বছরেও অমলিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও রোমহর্ষক এক দৃশ্য। ভারতীয় ক্রিকেটের পুনরুত্থানের এক ছবি। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকেই হারিয়ে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ন্যাট ওয়েস্ট ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ সেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ১৮ তম বছর। ২০০২ সালে লর্ডসে ন্যাট ওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডজের ৩২৫ রানের টার্গেট তাড়়া করতে নেমে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়।  আর তার পরেই লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্তকে আরও একবার তরতাজা করে তুলল বিসিসিআই। ১৮ বছর আগের সেই জয়ের মুহূর্তের আবেগকে উসকে দিয়ে টুইট বিসিসিআই-এর।


 



সৌরভের টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানিয়ে টুইট করেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও।



লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই জার্সি ওড়ানো সেদিন ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল। এক বাঙালি অধিনায়কের হাতধরে ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছিল, সন্দেহ নেই। লর্ডসের ব্যালকনি থেকেই যে বিশ্ব ক্রিকেটে অধিনায়ক সৌরভের 'দাদাগিরি' শুরু হয়েছিল বলে মনে করেন সিংহভাগই। কাকতলীয় হলেও এই লর্ডেই টেস্ট অভিষেকে শতরান করেছিলেন সৌরভ গাঙ্গুলি।


 


আরও পড়ুন- করোনা পরবর্তী ক্রিকেটে ক্যারিবিয়ানদের জয় নিয়ে 'বড় কথা' বললেন বিরাট কোহলি