৭ বছর আগের বিশ্বজয়ের স্মৃতিতে আছন্ন সচিন-বীরু-ভাজ্জি
কপিল দেবের ২৮ বছর পর একদিনের ক্রিকেটে বিশ্বসেরার মুকুট আবার ভারতের।
নিজস্ব প্রতিবেদন : সাত বছর আগের দোসরা এপ্রিল দিনটি আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। ১৯৮৩ সালের পর ২০১১ সালের ২ এপ্রিল একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার।সাত বছর পরেও ওয়াংখেড়েতে বিশ্বজয়ের সেই আনন্দ ভুলতে পারেননি সচিন, সেওয়াগ, হরভজনরা।
আরও পড়ুন- পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া দিন-রাতের টেস্টে রাজি নন কোহলি
শ্রীলঙ্কাকে হারিয়ে ধোনির ভারতের বিশ্বকাপ জয়। নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপরেই সাজঘরে উত্সব শুরু... কপিল দেবের ২৮ বছর পর একদিনের ক্রিকেটে বিশ্বসেরার মুকুট আবার ভারতের। ভারতের বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত টুইট করেছে বিসিসিআই।
সাত বছর আগের সেই স্মৃতিতে আছন্ন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। স্মরণীয় মুহূর্ত তিনি তুলে ধরেছেন টুইটারে।
বীরেন্দ্র সেওয়াগ বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ছবি টুইট করে লিখেছেন সাত বছর আগে এই দিনে, জীবনের সেরা মুহূর্ত।
ট্রফি নিয়ে গোটা দলের সেই ছবি টুইট করে হরভজন সিং লিখেছেন, আমার জীবনের সেরা দিন।