ওয়েব ডেস্ক: বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি শিকারি-র পোস্টার উন্মোচন করতে ঢাকায় গিয়েছিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী। সেখানেই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ছবির এই নায়িকা। দেশটার নাম যখন বাংলাদেশ, তাই সবাই তাঁর কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশের সবথেকে প্রতিশ্রুতিমান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে।সদ্য আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন মুস্তাফিজুর।


সেই মুস্তাফিজুর রহমানকে চিনতেই পারেননি শ্রাবন্তী! মুস্তাফিজুরকে চেনেন এমন প্রশ্নের উত্তরে বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী বলেন, 'মুস্তাফিজ যেন কে?' মুস্তাফিজুরকে না চিনলেও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেনেন বলেই জানিয়েছেন শ্রাবন্তী।