ওয়েব ডেস্ক: মেদিনীপুরে গেলে তাঁর ক্ষতি হবে, উড়োচিঠিতে এমনই হুমকি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ তথা 'প্রিন্স অব কলকাতা' সৌরভ গাঙ্গুলি। গত সোমবার, ৯ জানুয়ারি ঐ হুমকি চিঠির কথা পুলিসকে জানান সৌরভ। দায়ের করা হয় লিখিত অভিযোগও। অভিযোগ পাওয়ার ৪ দিনের মাথায় আজ মেদিনীপুর শহর থেকে গ্রেফতার করা হয় নির্মাল্য সামন্ত নামের এক যুবককে। পুলিস মনে করছে ঐ সন্দেহভাজন যুবক নির্মাল্য সামন্তই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন। ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে মেদিনীপুরের পুলিস প্রশাসন। আরও পড়ুন- উড়োচিঠিতে মৃত্যু হুমকি, কলকাতা পুলিসকে অভিযোগ জানালেন সৌরভ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সৌরভ গাঙ্গুলিকে কেন এমন হুমকি চিঠি পাঠালেন নির্মাল্য, এর পিছনে কি রয়েছে আরও কোনও বৃহৎ চক্রান্ত, তা খতিয়ে দেখছে পুলিস। আরও পড়ুন-  রোজভ্যালি কাণ্ডে এবার জড়িয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের নামও