ওয়েব ডেস্ক: টি২০ ক্রিকেটের ক্রম বর্ধমান জনপ্রিয়তায় বেশ কোণঠাসা ওয়ানডে ক্রিকেট। তাই ওয়ানডে ক্রিকেটকে বাঁচাতে ওয়ানডে ক্রিকেট লিগ চালু করতে চলেছে আইসিসি। এক নজরে জেনে নিন কী রকম হবে এই ওয়ানডে ক্রিকেট লিগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ২০১৯ সাল থেকে ১৩ টি দেশকে নিয়ে ওয়ানডে ক্রিকেট লিগ চালু করতে চলেছে আইসিসি। চলতি মাসে আইসিসি-র বৈঠকে এর রোডম্যাপ চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ২০১৮ থেকে প্রতি ২ বছর অন্তর টি-২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে আগামী মাসে সিলমোহর পড়ছে।


২) যে ১৩ টি দল ওয়ান ডে লিগে খেলবে, সেগুলির মধ্যে ১০ টেস্ট খেলা দেশ ছাড়াও থাকবে আয়ারল্যান্ড , আফগানিস্তান, ও স্কটল্যান্ড।


২) ১৩ টি দেশ একে অপরের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলবে। যে কোনও দেশ ঘরের মাঠে বা বিদেশে ওই ম্যাচগুলি খেলতে পারে। ৩ বছরের এই লিগে প্রত্যেক দল ৩৬ টি করে ম্যাচ খেলবে। শেষ পর্যন্ত দুটি সেরা দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল হবে তিন ম্যাচের।


৩) এই লিগের প্রথম দশটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাদ পড়বে শেষের তিনটি দেশ। মানে অনেকটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেরও কাজ করবে এই লিগ। বিশ্বকাপ হবে ১০ দেশের।


৪) দ্বিপাক্ষিক সিরিজ বা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের থেকে এই লিগ অনেকটাই আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।